ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শনিবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১১

পাবনা: পাবনা বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (পাবিপ্রবি) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



প্রতি আসনের বিপরীতে এবার ২১ জন প্রার্খী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, ভর্তি পরীক্ষায় ৪শ ৩০টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৮শ ৫৬টি আবেদনপত্র জমা পড়েছে।

তিনি বলেন, ‌আবেদনপত্রের মধ্যে এ ইউনিটে ১শ ৮০টি আসনের বিপরীতে ৪ হাজার ১শ ৮৬টি, বি ইউনিটে ১শ ২০টি আসনের বিপরীতে ১ হাজার ৫শ ৬০টি, সি ইউনিটে ১শ ৩০টি আসনের বিপরীতে ৩ হাজার ১শ ১০টি আবেদনপত্র জমা পড়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় এ ইউনিট, সাড়ে ১১টায় সি ইউনিট এবং বিকেল সোয়া ৩টায় বি ইউনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষাই  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবার ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।