ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলা দ্বিতীয়পত্রে ময়মনসিংহে অনুপস্থিত ২০৯, বহিষ্কার ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
বাংলা দ্বিতীয়পত্রে ময়মনসিংহে অনুপস্থিত ২০৯, বহিষ্কার ৯

ময়মনসিংহ: এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ময়মনসিংহে অনুপস্থিত ছিলো ১৫৩ পরীক্ষার্থী। আর মাদ্রাসায় অনুপস্থিতির সংখ্যা ছিলো ৫৬ জন। এসএসসি ও মাদ্রাসায় বহিষ্কার হয়েছে মোট ৯ পরীক্ষার্থী। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা শেষে সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) অফিস সুপারভাইজার শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, ময়মনসিংহে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ৪৯ হাজার ৮৮৩ জন।

এর মধ্যে উপস্থিত ছিলো ৪৯ হাজার ৭৩০ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ১৫৩ পরীক্ষার্থী। ত্রিশালের নজরুল একাডেমিতে দুই ও নজরুল বালিকা বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।  

অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ময়মনসিংহে ১০ হাজার ৯৫৮ মোট পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ১০ হাজার ৯০২ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৫৬ পরীক্ষার্থী। ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসায় একজন ও নান্দাইলের আঁচারগাঁও ফাজিল মাদ্রাসায় তিনজন বহিষ্কার হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।