ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি কর্মচারী সমিতির নেতৃত্বে রউফ-জাহাঙ্গীর 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
শাবিপ্রবি কর্মচারী সমিতির নেতৃত্বে রউফ-জাহাঙ্গীর 

সিলেট (শাবিপ্রবি): ​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের সংগঠন শাবি কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মো. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. তাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।  

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজীব সী ও মো. রবিউল ইসলাম।

 

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সভাপতি মো. আব্দুর রউফ, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মো. নফিস মিয়া, কোষাধ্যক্ষ মো. সাদিকুর রহমান, দফতর সম্পাদক মো. আজাদ মিয়া।  

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমেদ সুমন, ক্রীড়া সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, শিক্ষা, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোখলেছুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে মো. আব্দুর রহিম, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. আবু ইউসুফ, নির্বাহী সদস্য পদে মো. হুমায়ন কবীর ও মো. জায়েদ আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।