ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান অভিযানে সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী। ছবি: বাংলানিউজ

বরিশাল: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষে বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৭ জানুয়ারি) থেকে আগামী এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।  

এ নির্দেশনা সফল করতে বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

এ সময় বেশ কয়েকটি কোচিং সেন্টার খোলা পাওয়া যায়। নির্দেশনার প্রথম দিন হওয়ায় প্রাথমিকভাবে কোচিং সেন্টারগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। তবে  পরবর্তিতে কোচিং সেন্টার খোলা থাকলে দণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আদালতের বিচারক সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী।  

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সহকারী কমিশনার মোজাম্মেল বলেন, শুধুমাত্র এসএসসি নয় সব ধরনের কোচিং বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।