ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মুক্তিযুদ্ধবিরোধীদের অবাঞ্ছিত ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ঢাবিতে মুক্তিযুদ্ধবিরোধীদের অবাঞ্ছিত ঘোষণা রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা প্রবেশ করার চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।  

স্বাধীনতাবিরোধী জামায়াত প্রার্থী ও পৃষ্ঠপোষকদের বয়কট করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় টিএসসিভিত্তিক সংগঠনগুলোর সভাপতি-সম্পাদকরা বক্তব্য দেন।

সনজিত চন্দ্র দাস বলেন, যারা স্বাধীনতাবিরোধী তাদের সংসদে যাওয়ার পথ করে দিয়েছে তথাকথিত ঐক্যফ্রন্ট। আমরা দেখেছি, তারা প্রচারণার প্রথম দিনে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে কোনো ধরনের জঙ্গবাদী, কোনো ধরনের জামায়াতি শক্তিকে যারা প্রতিষ্ঠিত হতে দেবে তাদের জবাব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং বাংলাদেশের ছাত্র সমাজ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী চক্রের কাউকে দেখলে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। যেখানে দেখা যাবে, সেখানে গণধোলাই দেওয়া হবে।
 
সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের ভোটে যাওয়ার কোনো অধিকার নেই৷ রাজনীতি করার অধিকার তাদের নেই৷ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রচারণা দেখতে চাইনা। আমরা যুদ্ধাপরাধিদের কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখলে তাদের সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।