ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন। ছবি-বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আকবর হোসাইন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ইউনিট সমন্বয়কারী কমিটির সদস্য অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. মো. ময়নুল হক ও অধ্যাপক ড. আশরাফুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১৭০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেছেন মোট ৫৩৭ জন। ‘এ’ ইউনিটের ফলাফল  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. iu ac.bd)  পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগের মোট ২৪০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেন ১৯৯৬ জন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।