ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিতে ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
শাবিতে ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৭ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই মানববন্ধন কর্মসূচি ডাকা হয়।

গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৬৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০০ টাকা করার কথা বলা হয়।

এক বছরের ব্যবধানে ২৬৫০ টাকা বাড়ানোর খবরে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

তাদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ ৭৫০০ টাকা ফি নেওয়ার সিদ্ধান্ত নেয় বুধবার। কিন্তু শিক্ষার্থীরা এ ফি বৃদ্ধিও মানার যৌক্তিকতা দেখছেন না।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ৫ বছর ফি বাড়ানো হবে না, অতীতের এমন প্রতিশ্রুতি থেকে সরে এসেছে প্রশাসন।  

তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের  আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সাল থেকে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, সেই হিসাবে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ানোর কথা। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১০ শতাংশ বাড়ানো হয়েছে।  

আগামী ১১ নভেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।