ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ব‌রিশা‌লে শান্তিপূর্ণভাবে চলছে জেএসসি পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ব‌রিশা‌লে শান্তিপূর্ণভাবে চলছে জেএসসি পরীক্ষা ব‌রিশা‌লে শান্তিপূর্ণভাবে চলছে জেএসসি পরীক্ষা-ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে শান্তিপূর্ণভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। 

সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন।

এদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৫৬০ জন এবং ছাত্র ৫৫ হাজার ৫১৫ জন। মোট পরীক্ষাকেন্দ্র ১৭৪টি।  

ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুছ জানান, এবার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ১৫টি এবং প্রত্যেক জেলায় পাঁচটি করে ভিজেলন্স টিম কাজ করা হয়েছে।  

পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হতে সবার সহযোগিতা কামনা করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

বাংলা‌দেশ সময়: ১১১৩ ঘণ্টা, ন‌ভেম্বর ১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।