ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
নোবিপ্রবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ  ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপচার্য ড. এম অহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এবারের ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটের গড় পাসের হার ৮০.১৪ শতাংশ।

বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://nstu.admission.online) পাওয়া যাবে।       

ভর্তি কমিটি সূত্র জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ  ভর্তি পরীক্ষায়  ৭০ হাজার ২৯৮টি আবেদনপত্রের বিপরীতে ৫৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।  এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৯১ পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।