ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তি: ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ঢাবিতে ভর্তি: ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফলাফল নিয়ে সমালোচনার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজারের বেশি ভর্তিচ্ছুর ফের বাছাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে ডিন্স কমিটির বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজারের বেশি শিক্ষার্থীর আবারও বাছাই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সূচি বুধবার (২৪ অক্টোবর) জানানো হবে।

পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিন্স কমিটির সভায়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসকেবি/এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।