ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সন্ত্রাসবাদ প্রতিরোধের দায় আমাদের সবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সন্ত্রাসবাদ প্রতিরোধের দায় আমাদের সবার সেমিনারে বক্তব্য রাখছেন তুরিন আফরোজ/ছবি: বাংলানিউজ

ঢাকা: সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটি কোনো ব্যক্তি বা রাষ্ট্রের পক্ষে একা প্রতিরোধ করা সম্ভব নয়। সন্ত্রাসবাদ প্রতিরোধের দায় আমাদের সবার উপরই বর্তায়। তারপরও আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে সন্ত্রাস দমনে যে দক্ষতা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। 

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের একটি ধারাবাহিক ‘মিটা দ্য লিগ্যাল মাইন্ডস’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সেমিনারটির দ্বিতীয় পর্ব ‘সন্ত্রাস প্রতিরোধে দায় কার?’ ইউনিভার্সিটির নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

 
 
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. তুরিন আফরোজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেছেন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মনিরা নাজমী জাহান।
 
তুরিন আফরোজ বলেন, সন্ত্রাসবাদ একটি ভয়াবহ ভাইরাস, যা অতি দ্রুত সংক্রমিত হয়। তাই যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও বাংলাদেশে উপস্থিত থাকবে, আমাদের এই সন্ত্রাসবাদ প্রতিরোধের লড়াই অব্যাহত রাখতে হবে।
 
প্রধান অতিথি  আব্দুল মান্নান তার বক্তব্যে সন্ত্রাসবাদের আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট তুলে ধরেন। এক্ষেত্রে তিনি তার কর্মক্ষেত্রের সন্ত্রাসবাদ সংক্রান্ত অসংখ্য অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বলেন, ধর্মকে একটি বড় হাতিয়ার হিসেবে সন্ত্রাসীরা ব্যবহার করে। এ ব্যাপারে তাই সব সময় সজাগ থাকতে হবে।

মনিরা নাজমী জাহান একজন মানুষ কেন অপরাধ করে বা অপরাধ করার প্রতি আকৃষ্ট হয় তার বিশ্লেষণাত্মক আলোচনা তুলে ধরেন। তিনি অসংখ্য সমসাময়িক ঘটনাবলীর উদাহরণ থেকে সন্ত্রাসবাদের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। বলেন, কোনো কেতাবি তত্ত্বই প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গভাবে সন্ত্রাসবাদের বিষয়টি ব্যাখ্যা করতে পারে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।