ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্দোলনকারীদের মাথা ফাটালো শাবিপ্রবি ছাত্রলীগ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
আন্দোলনকারীদের মাথা ফাটালো শাবিপ্রবি ছাত্রলীগ  আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা/ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার সকালে (২৯ জানুয়ারি) হামলা চালিয়ে জয়দ্বীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা।  

এসময় আন্দোলনকারীদের শারীরিকভাবে হেনস্থা করে হমলাকারীরা।

হামলায় নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ হোসেনসহ নারী কর্মীদেরও মারধর করে ছাত্রলীগের মুশফিকুর রহমান ভূইয়া নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

ছাত্রলীগ সহ-সম্পাদক এম কে সুব্রত পাল, সাদেকুর রহমানসহ বেশ কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা যায়। এতে এম কে মুনির, নাইমসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পরপরই সহকারী প্রক্টর জাহিদ হাসান, আবু হেনা পহিল ঘটনাস্থলে এলে মুশফিকুর রহমান ভূইয়া, আলী হোসেনসহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।  

এসময় এক ছাত্রলীগকর্মী সহকারী প্রক্টর জাহিদ হাসানের ভিডিওচিত্র ধারণ করতে থাকলে এ পরিস্থিতির অবতারণা হয়।

এ বিষয়ে মুশফিকুর রহমান বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করায় ছাত্রলীগ বাধা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষ প্রধান ফটকে অবস্থান নিয়েছে।

শাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, আহত ১

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।