ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ফের আন্দোলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
গণ বিশ্ববিদ্যালয়ে ফের আন্দোলন

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এবার আন্দোলনে নেমেছেন ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা। রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে সামিল হয়েছেন ফিজিওথেরাপি বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী।

পরীক্ষার ফল দিতে বিলম্বসহ ১১ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। শিক্ষার্থীদের দাবি, বিভাগীয় প্রধানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কাছ থেকে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না তারা।

দুই বছর ধরে শিক্ষার্থীরা ল্যাব প্র্যাক্টিস করার সুযোগ পাচ্ছেন না।  

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছেন না। এদিকে শিক্ষকদের দাবি তারা প্রতি ব্যাচের দুইজন করে শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চেয়েছেন।  

ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সুলতানা ফারাত জাহান (ভারপ্রাপ্ত) বলেন, অহেতুক আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফল প্রকাশে দেরি হলেও সাপ্লিমেন্টারির ফর্ম নেওয়ার সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের এ ব্যাপারে নিশ্চিত করার পরও তারা ফর্ম নিতে রাজি হচ্ছে না। শিক্ষার্থীরা সময় মতো আগের সাপ্লিমেন্টারি পরীক্ষায় সঠিক সময়ে অংশগ্রহণ করেনি। তাই ফলাফল তৈরি করতে বেশি সময় লাগছে।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বলেন, আগের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের গাফেলতির কারণে ফিজিওথেরাপি বিভাগের পরীক্ষার ফলাফল নিয়ে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যা কাটিয়ে উঠে আমরা আরও দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করছি।  

এর আগে ব্যবসায় প্রশাসন বিভাগের অনুমোদন নিয়ে উত্তপ্ত ছিল গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।