ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুলনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
খুলনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ

খুলনা: উৎসবমুখর পরিবেশে খুলনা বিভাগের ২৬৯৫ প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ৫০১টি প্রতিষ্ঠান রয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় দুপুর ২টায়।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে বলে জানান খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেন।

তিনি বলেন, ফল পেতে ৩/৪ ঘণ্টা সময় লাগবে। ২৯ জানুয়ারি দাখিল মাদ্রাসাগুলোতে অনুরূপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।