ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিকে বিশ্বমানের প্রতিষ্ঠান করতে চান উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
যবিপ্রবিকে বিশ্বমানের প্রতিষ্ঠান করতে চান উপাচার্য যবিপ্রবির নবীনবরণ অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এ লক্ষ্য পুরোন করতে পারবো, ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১তম বিশ্ববিদ্যালয় দিবস ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা নিভর আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো, এটা আমার স্বপ্ন এবং আমি তা বাস্তবায়ন করতে চাই। ’ 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে তোমরা আমার সন্তান। আমার চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা তোমাদের ঘিরে। বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব আছে, তেমনি তোমাদের সঠিক পথে চলার দায়িত্ব আছে। সুতরাং তোমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হতে হবে। ’

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের করা হয়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে স্বাধীনতা সরণি সড়ক হয়ে একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের কেক কাটা এবং পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি বিষয়ে ধারণা দেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্দেশনা বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, আইন-শৃঙ্খলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ছাত্রীদের আবাসিক সুবিধা-সুবিধা এবং নিয়ম-কানুন বিষয়ে শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিছুর রহমান এবং ছাত্রদের আবাসিক নিয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. ইকবাল কবীর জাহিদ বিশদ ধারণা দেন।

পরে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডিনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. মীর মোশারফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।