ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জের স্কুল পরিদর্শনে কোরিয়ার প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
হবিগঞ্জের স্কুল পরিদর্শনে কোরিয়ার প্রতিনিধি দল কোরিয়া থেকে আসা প্রতিনিধি দলটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং হৈ হুল্লর করে সময় কাটায়।

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান বাডস কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড স্কুল পরিদর্শন করে মুগ্ধ হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে আসা প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর অতিথিদের স্বাগত জানান এবং তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

 

কোরিয়া থেকে আসা চারজনের প্রতিনিধি দলটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং হৈ হুল্লর করে সময় কাটায়।

স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর জানান, বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্চ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাবেদ ইকবালের আমন্ত্রণে তারা এদেশে এসেছেন। প্রতিনিধি দলে রয়েছেন কোরিয়া ইয়ুথ এক্সচেঞ্চ সেন্টারের প্রেসিডেন্ট হু তে হু, তার স্ত্রী মিস চু এবং দুই সন্তান ইউনা ও এজিনা। হু তে হু ও তার স্ত্রী শিক্ষকতা করেন। তারা স্কুলের ডিজিটালাইজেশন ও পাঠদান পদ্ধতি দেখে মুগ্ধ হন। কোরিয়ার শিক্ষার্থীদের বাংলাদেশ সফরের আগে অগ্রবর্তী দল হিসেবে তারা হবিগঞ্জে এসেছেন। কিছুদিনের মধ্যেই কোরিয়ার একদল শিক্ষার্থী এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।