ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে রসায়ন অলিম্পিয়াড ১৯ জানুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
কুবিতে রসায়ন অলিম্পিয়াড ১৯ জানুয়ারি

কুবি: প্রতিবারের মতো এবারও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯ জানুয়ারি (শুক্রবার) অষ্টম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রসায়ন বিভাগের পরিচালনায় এ অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হবে।

জানা যায়, অলিম্পিয়াডে কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সব কলেজের শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন ফি ২শ’ টাকা এবং আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি পর্যন্ত।


 
রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে স্ব স্ব কলেজের অধ্যক্ষ এবং কুমিল্লা অঞ্চলের অলিম্পিয়াডের আহ্বায়ক রসায়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিন (মোবাইল- ০১৭১১৯৮৭৩৩৪), অলিম্পিয়াডের সদস্য সচিব রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ রবিউল আলম (মোবাইল-০১৫২১২২৪০২১) ও সদস্য একই বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান (মোবাইল- ০১৭২৩৯৩৭৮১০) এর কাছে।

উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলে জয়ী সেরা ২০ শিক্ষার্থী কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বুয়েটের রসায়ন বিভাগে রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।