ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের সভাপতি হলেন বাংলানিউজের হিমেল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
জাবিসাসের সভাপতি হলেন বাংলানিউজের হিমেল নুর আলম হিমেল ও আব্দুল্লাহ আল মামুন নিলয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৮ বছরের কার্যকরী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের প্রতিনিধি নুর আলম হিমেল। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নিলয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সমিতির কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক বশির আহমেদ ।

সহ-সভাপতি পদে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি প্লাবন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ পদে প্রথম প্রহরের প্রতিনিধি তৌকির রহমান, দফতর ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের এস এম আলমগীর মিজান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পদে প্রাইমনিউজের সুমি আক্তার, দৈনিক মানবজমিনের রাহুল এম ইউসুফ ও বাংলাদেশ প্রতিদিনের শরিফুল ইসলাম সীমান্ত নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সংদস্যদের অভিনন্দন জানিয়েছেন জাবিসাসের সাবেক কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।