ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ঢাবি চাই বোঝা মুক্ত, বাতিল কর অধিভুক্ত’ এ স্লোগান নিয়ে রাজধানীর সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্তি বাতিল করার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনের মাধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী অবস্থান করার পর তারা মিছিল সহকারে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দিকে আসলে এর ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় তারা অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে স্লোগান দেয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

তিনি বরেন, ‘অধিভুক্ত কলেজ যদি বাতিল করতে হয় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি বিষয়টি উপাচার্যকে অবহিত করবো। ’

শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাবির পরিচয় দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট হচ্ছে। তারা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে যানবাহন ব্যবহার করছে। এছাড়া তাদের কাজের চাপের কারণে প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

ঢাবির অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।