ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কুবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ ২০১৮-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আইনুল হক বলেন, শিক্ষক সমিতির নির্বাচনে ১৭৮ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তবে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হুমায়ুন কাইসার ও মো. সাহেদুর রহমান।

গত ২ জানুয়ারি নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।