ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশি কেন্দ্রে পাস ৯৩.২০ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিদেশি কেন্দ্রে পাস ৯৩.২০ শতাংশ

ঢাকা: জেএসসি, জেডিসিতে বিদেশি কেন্দ্রেও কমেছে পাসের হার। ৯৩.২০ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, যা ২০১৬ সালে ছিল ৯৯.৫২ শতাংশ।

২০১৭ সালের দেশের  বাইরে মোট ৯টি কেন্দ্রে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫শ ৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫শ ৬২ জন। অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন।

পরিসংখ্যানে হিসাব করলে দেখা যাবে বিগত বছরের তুলনায় অনেক দিক থেকেই পিছিয়ে গেছে। ২০১৬ সালে ৮টি বিদেশি কেন্দ্র থেকে ৬শ ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬শ ২৩ জন উত্তীর্ণ হয়েছিলো।

এ বছর ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলো ৮৪ জন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।