ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে ধর্মে ভালো ফল,পিছিয়ে ইংরেজিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
প্রাথমিকে ধর্মে ভালো ফল,পিছিয়ে ইংরেজিতে

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে। আর সবচেয়ে পিছিয়ে আছে ইংরেজি বিষয়ে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ধর্ম ও নৈতিক শিক্ষায় মোট ২৬ লাখ ৮৯ হাজার ৯৯৬ জন অর্থাৎ ৯৯ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিক বিজ্ঞানে ২৬ লাখ ৮৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অর্থাৎ ৯৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ২৬ লাখ ৭৬ হাজার ৭৪০ জন শিক্ষার্থী অর্থাৎ ৯৯ দশমিক ২৩ শতাংশ পাস করেছে।  

বাংলায় পাস করেছে ২৬ লাখ ৬৮ হাজার ৪১৮ জন, শতাংশের দিক দিয়ে ৯৮ দশমিক ৯০ শতাংশ। গণিতে পাস করেছে ২৬ লাখ ৪৮ হাজার ৪২৫ জন অর্থাৎ ৯৮ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী।  

আর সবচেয়ে কম ২৬ লাখ ৩১ হাজার ৪২৬ জন পাস করেছে ইংরেজিতে। যা শতাংশের দিক থেকে ৯৭ দশমিক ৫০ শতাংশ। এ বিষয়ে ফেল করেছে মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৭৯০ জন। গণিতে ফেল করেছে ৪৭ হাজার ৭৯১ জন।

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ, আর ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।  

এবার প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন, ইবতেদায়িতে পাঁচ হাজার ২৩ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসম্বের ৩০, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।