ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়িতে গড় পাসের হারে এগিয়ে মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইবতেদায়িতে গড় পাসের হারে এগিয়ে মেয়েরা ইবতেদায়িতে গড় পাসের হারে মেয়েরা এগিয়ে

ঢাকা: ইবতেদায়ি পরীক্ষায় এ বছর ১৩ হাজার ৩০৫টি মাদরাসা থেকে ২ লাখ ৯৪ হাজার ৩৮১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। তবে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন।

ইবতেদায়ি শিক্ষায় এ বছর পাস করেছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন। পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

এদের মধ্যে ছাত্র ১ লাখ ১৯ হাজার ৯৪৪ জন। পাসের হার ৫০ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রী ১ লাখ ১৬ হাজার ৫০০ জন, পাসের হার ৪৯ দশমিক ২৭ শতাংশ।

ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন। এ বছর ইবতেদায়িতে ছাত্ররা বেশি পরীক্ষায় অংশ নিলেও গড় পাসের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।