ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জাবি স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বন্ধুত্বের দ্যুতি অম্লান সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী ২২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুনর্মিলনীর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ আহমদ জানান, সবার মাঝে সম্প্রতি ও ভালবাসার বন্ধন তৈরি করতে এ পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছি।

দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে, পুনর্মিলনীর উদ্বোধন, আনন্দ শেভাযাত্র, স্মৃতিচারণ, আড্ডা এবং সাংস্কুতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।