ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর 

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশ করা হবে। ওই দিন জেএসসি ও জেডিসি পরীক্ষারও ফল প্রকাশ করা হবে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে।

এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

ওইদিন জেএসসি ও জেডিসি পরীক্ষারও ফল প্রকাশ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।