ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘বিতর্ক চর্চা কেন্দ্রে’র সভাপতি আবির, সম্পাদক কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
‘বিতর্ক চর্চা কেন্দ্রে’র সভাপতি আবির, সম্পাদক কাদের

বেরোবি, রংপুর:  'যুক্তি সততা মুক্তি’ স্লোগানে উদ্ভাসিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘বিতর্ক চর্চা কেন্দ্রের’ ২০১৭-১৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে আল-আমিন আবির ও সাধারণ এইচ এম আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) ৩১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক আল আমিন আবির।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রওশন হাবিব রুবেল ও নুরুন্নাহার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মেসবাহুল হোসাইন, দফতর সম্পাদক নূর আলম, প্রেস ও মিডিয়া সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সঞ্জয় চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হুদা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার শিমু, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অপূর্ব কৃষ্ণ রায় এবং কার্যকরী সদস্যরা হলেন, রেজাউল ইসলাম রেজা ও মতিয়ার রহমান প্রমুখ ।

‘বিতর্ক চর্চা কেন্দ্র’ ২০১৬ সালে আহবায়ক কমিটির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।