ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আন্দোলনের মুখে অচল গণ বিশ্ববিদ্যালয় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আন্দোলনের মুখে অচল গণ বিশ্ববিদ্যালয়  গণ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকায় সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনে বন্ধ পাঁচ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কাজ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মূল ফটকের সামনে চলছে আন্দোলন।

বেশ কয়েকদিন থেকেই শিক্ষার্থীদের এ আন্দোলন চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তাদের সঙ্গে প্রতারণা করেছে কর্তৃপক্ষ। উচ্চ আদালতে চলমান একটি মামলার কথা বললেও মামলার নিষ্পত্তির ব্যাপারে তারা সঠিক কোনো তথ্য দিতে পারেনি।  

যত দ্রুত সম্ভব বিষয়টির একটি ফলপ্রসূ সমাধান চায় শিক্ষার্থীরা।

সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।