ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিজয় দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিজয় দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: মহান বিজয় দিবস উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হল গেটে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যৌথ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া, আনন্দ নগর ও ক্যাম্পাসের অভ্যন্তরে ভ্যান চালকদের মধ্যে প্রায় ১০০টি কম্বল বিতরণ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. শাহাদাৎ হোসাইন আজাদের উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ অর্ধ-শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।