ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির প্রশ্ন ফাঁসে আটক আরও ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ঢাবির প্রশ্ন ফাঁসে আটক আরও ১০ জন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংশ্লিষ্ট প্রেস কর্মচারী, নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এছাহীকে (২৯) আটকের খবর আগেই জানিয়েছিল স্থানীয় পুলিশ। সংবাদ সম্মেলনে অন্য নয় জনের পাশাপাশি তার বিষয়েও বিস্তারিত জানানো হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
পিএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।