ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচন দিয়ে ২৭ বছরের রেকর্ড ভাঙবেন উপাচার্য!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ডাকসু নির্বাচন দিয়ে ২৭ বছরের রেকর্ড ভাঙবেন উপাচার্য! ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় গণমাধ্যম-সামাজিক মাধ্যম সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেয়ার মাধ্যমে দীর্ঘ ২৭ বছরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা ব্যক্ত করেছেন উপাচার্য অধ্য্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১৩ ডিসম্বের) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় এক অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘গণমাধ্যম বনাম সামাজিক মাধ্যম’ শীর্ষক বার্ষিক সেমিনার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে ঢাবি সাংবাদিক সমিতি (ডুজা)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।

উপাচার্য বলেন, গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সচল রাখতে চাই। আমরা ডাকসু নির্বাচন করব ইনশাল্লাহ।

তিনি বলেন, গত ২৭ বছর ধরে সব প্রশাসন ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ডাকসু নির্বাচন না হওয়ার পেছনে কোনো সুনির্দ্দিষ্ট যুক্তি ছিল বলে মনে করি। বাস্তবতা হলো, আমরা ডাকসু নির্বাচন চাই এবং গত ২৭ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি। নির্বাচন না হওয়ার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা আপনাদের আশা পূর্ণ করব এবং প্রত্যাশা করি ডাকসু নির্বাচন হবে।

সমিতির বিদায়ী সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান, নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, প্রতিষ্ঠাতা সদস্য খাইরুজ্জামান কামাল।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতারা।

**ডাকসু নির্বাচনের উদ্যোগ উপাচার্যকেই নিতে হবে
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।