ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বেরোবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার সেমিনার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেরোবি’র ক্যারিয়ার স্কুলের আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ক্যারিয়ার গঠনে সহায়ক বিশেষ বক্তব্য দেন- বিকাশের (কমার্শিয়াল ডিভিশন) রিজিওনাল সেলস ম্যানেজার সারোয়ার পারভেজ ও বেরোবির মার্কেটিং বিভাগের প্রভাষক নূরনবী ইসলাম।

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন- বেরোবি ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আনোয়ারুল আজিম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক আশান উজ জামান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কাজী রেজুয়ান হোসেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।