ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

যশোর সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
যশোর সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ  যশোর সরকারি মহিলা কলেজে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

যশোর: যশোর সরকারি মহিলা কলেজে অর্ধ-বার্ষিক ও দ্বাদশ নির্বাচনী পরীক্ষা-২০১৭ ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, একাদশ অর্ধ-বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার বসু, দ্বাদশ নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ক ও প্রাণী বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নার্গিস শিরিন, ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ জুলফিকার আলী প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র।

ফলাফল ঘোষণা শেষে উভয় বিভাগের ১০ জন করে ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।