ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির অ্যানথ্রোপলজি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
কুবির অ্যানথ্রোপলজি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ গঠন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ‘অ্যানথ্রোপলজি সোসাইটি’র তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

সোমবার (১১ ডিসম্বের) সোসাইটির এক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সোসাইটির মডারেটর মো. আসাদুজ্জামান।

এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী ফজলে শাহারিয়ার ও সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী বিথী আক্তার।

কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মো. আল আমিন রাকিব (৫ম ব্যাচ), সহকারী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার (ষষ্ঠ ব্যাচ), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্ক গোস্বামী (সপ্তম ব্যাচ), কার্যনির্বাহী সদস্য মো. মহসিন (তৃতীয় ব্যাচ), সালমা আক্তার ঊর্মি (চতুর্থ ব্যাচ), রেদওয়ানুল ইসলাম (পঞ্চম ব্যাচ), দুর্জয় পাল (ষষ্ঠ ব্যাচ), কাশপিয়া কামাল (সপ্তম ব্যাচ) এবং সুব্রত দাস (অষ্টম ব্যাচ)।  

তৃতীয় কার্যনির্বাহী পরিষদের মডারেটর মনোনীত হয়েছেন বিভাগের সাবেক সভাপতি মো. আইনুল হক। এছাড়াও বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান ও রাবেয়া খাতুন পরিষদের উপদেষ্টা মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসম্বের ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।