ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ শতাংশ ফেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ শতাংশ ফেল

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি'  ইউনিটের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী ফেল করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

প্রকাশিত ফলাফলে উক্ত ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী পাস করেছেন বলে জানা যায়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ‘সি’ ইউনিটের সদস্য অধ্যাপক ড. নসিম বানু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. জুলফিকার হোসেন।

এ বছর ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৭২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ হাজার ৪২৭ জন।
 
মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয় ভিত্তিক সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iuac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।