ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

১৫ ডিসেম্বরের মধ্যে পাঠ্যবই বিতরণের প্রস্তুতি শেষ হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
১৫ ডিসেম্বরের মধ্যে পাঠ্যবই বিতরণের প্রস্তুতি শেষ হবে বক্তব্য রাখছেন ড. এসএম ওয়াহিদুজ্জামান। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ১৫ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের সকল প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান।

শনিবার (০২ ডিসেম্বর) সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পিবিএম কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকেদের তিনি একথা জানান।

ওয়াহিদুজ্জামান বলেন, ১ জানুয়ারি বই বিতরণের মধ্যে দিয়ে আমরা বই উৎসব ও বর্ষবরণ উদযাপন করব।

দীর্ঘ নয় বছর যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন।

জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর খুরশিদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।