ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে চারদিনব্যাপী সাংস্কৃতিক মেলা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জাবিতে চারদিনব্যাপী সাংস্কৃতিক মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির উদ্যোগে শুরু হচ্ছে চার দিনব্যাপী সাংস্কৃতিক মেলা-২০১৭। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)মেলার আহ্বায়ক মো. আবির মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশ থেকে মেলার উদ্বোধন করবেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মনির। সন্ধ্যায় থাকছে জলসিঁড়ির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ‘কুল ভাঙ্গা নদী’।

মেলার দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি (সোমবার) থাকছে বিশ্ববিদ্যালয় ক্যাফে চত্বরে ফানুস উৎসব।
তৃতীয় দিন ৩১ জানুয়ারি (মঙ্গলবার) ১ম পর্বে থাকছে জলসিঁড়ি কতৃক কবি সম্মাননা এবং কবি’র স্বরচিত কবিতা পাঠের আসর। ২য় পর্বে থাকছে জলসিঁড়ি প্রযোজনা ও সাদিয়া আফরিনের পরিচালনায় ‘কাব্যনাট্য’। মেলার শেষ দিন ১ ফেব্রুয়ারি (বুধবার) থাকছে জলসিঁড়ির পুনর্মিলনী।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।