ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন গাউন বিতরণ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন গাউন বিতরণ শুরু

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি অফিস থেকে নিবন্ধন করা গ্র্যাজুয়েটদের মধ্যে প্রথম সমাবর্তনের গাউন বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে গাউন বিতরণ শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ শিক্ষার্থীদের হাতে গাউন তুলে দিয়ে বিতরণ কার্য শুরু করেন।

প্রথম দিনে দুপুর ১২টার মধ্যে প্রায় ২ হাজার গাউন বিতরণ হয়। প্রতিষ্ঠার ২৪ বছরের মধ্যে এই প্রথমবার সমাবর্তন আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় বিপুল উৎসব-আনন্দ। অনেকে গাউন হাতে পেয়েই তা পরে গেইটের বাইরের সড়কে জড়ো হয়ে ছবি তোলায় মেতে ওঠে।

চলতি মাসের ১৪ ও ১৫ তারিখেও গাউন বিতরণ চলবে।

আগামী ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আগারগাঁও) বিকেল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।