ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বুয়েটের এ্যালামনাই পুনর্মিলনী ৬ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বুয়েটের এ্যালামনাই পুনর্মিলনী ৬ জানুয়ারি রিপোর্টার্স ইউনিটিতে এসোসিয়েশন বুয়েট এ্যালামনাই এর সংবাদ সম্মেলন; ছবি-শাকিল

ঢাকা: আগামী ৬ জানুয়ারি  শুক্রবার ৪ হাজার এ্যালামনাইয়ের অংশগ্রহণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এসোসিয়েশন অব বুয়েট এ্যালামনাই এর সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসোসিয়েশন অব বুয়েট এ্যালামনাই আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড এর তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সহ প্রাক্তন এ্যালামনাইরা এই পুনর্মিলনীতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।