ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে নিহত কর্মকর্তার স্মরণে দোয়া মাহফিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শাবিপ্রবিতে নিহত কর্মকর্তার স্মরণে দোয়া মাহফিল

(শাবিপ্রবি): সড়ক দুর্ঘটনায় নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হারুনুর রশিদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. শহিদুর রহমান, অধ্যাপক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনসী নাসের ইবনে আফজাল, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব ফেরদৌসী, সম্পাদক মোর্শেদ প্রমুখ।

উপাচার্য বলেন, হারুনের প্রয়াণে বিশ্ববিদ্যালয় একজন ভালো মানুষকে হারালো।

এ সময় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।