ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিভাগে প্রাথমিকে শীর্ষে পিরোজপুর, ইবতেদায়ীতে ভোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বরিশাল বিভাগে প্রাথমিকে শীর্ষে পিরোজপুর, ইবতেদায়ীতে ভোলা

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শীর্ষে রয়েছে ভোলা।

বরিশাল: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শীর্ষে রয়েছে ভোলা।

পিরোজপুর জেলার পাসের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ।

এরপরের স্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৬, তৃতীয় স্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৯৯ দশমিক ২৯। পর্যাক্রমে বরিশাল জেলার পাসের হার ৯৯ দশমিক ১৭, ভোলা জেলার পাসের হার ৯৮ দশমিক ৮৩ এবং সর্বশেষে পটুয়াখালী জেলার ৯৮ দশমিক ৮২।
 
অপরদিকে ইবতেদায়ীতে সবার শীর্ষে থাকা ভোলা জেলার পাসের হার ৯৯ দশমিক ০৪। এরপর পর্যায়ক্রমে পটুয়াখালী জেলা ৯৭ দশমিক ৯৪, পিরোজপুর জেলা ৯৭ দশমিক ৮৫, ঝালকাঠি জেলা ৯৭ দশমিক ৮০, বরগুনা জেলা ৯৭ দশমিক ৭১ ও সবার শেষে থাকা বরিশাল জেলা ৯৫ দশমিক ৩৪।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে শতকরা মোট পাসের হার ৯৯ দশমিক ০৯ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা মোট পাসের হার ৯৭ দশমিক ৬৯।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এম এম ফারুখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।