ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়িতে পাসের হার ৯৫.৮৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
ইবতেদায়িতে পাসের হার ৯৫.৮৫ শতাংশ ফাইল ছবি

ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি ছিলো। তবে গড়ে পাস দিকে থেকে মেয়েরো এগিয়ে।

ঢাকা: ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি ছিলো।

তবে গড়ে পাস দিকে থেকে মেয়েরো এগিয়ে।

ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ। জিপিএ পেয়েছে পাঁচ হাজার নয়শ’ ৪৮ জন।

ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এদের মধ্যে এক লাখ ২৫ হাজার একশ’৬০ জন ছাত্র ( ৫০.৭১ শতাংশ) ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন (৪৯.২৯ শতাংশ)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ফল প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমইউএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।