ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ছাত্র হল খুলেছে, অবৈধদের প্রবেশে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
শাবিপ্রবির ছাত্র হল খুলেছে, অবৈধদের প্রবেশে নিষেধাজ্ঞা শাবিপ্রবির ছাত্র হল খুলেছে, অবৈধদের প্রবেশে নিষেধাজ্ঞা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের ধাওয়া ও উত্তেজনাসহ উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করার পর ছাত্রদের তিনটি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের ধাওয়া ও উত্তেজনাসহ উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করার পর ছাত্রদের তিনটি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ছাত্রবাস খুলে দেওয়া হলেও ছাত্রদের উপস্থিতি ছিল কম।

এছাড়া হলে ভর্তি না হওয়ায় ছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেক শিক্ষার্থী হলে ঢুকতে না পেরে ফিরে গেছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক এস এম হাসান জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কেবল হলে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যারা ভর্তি হয়নি, তাদের ভর্তির জন্যে বলা হয়েছে।

গত ২০ ডিসেম্বর (মঙ্গলবার) শাবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম গ্রুপ ধাওয়া দিয়ে হল থেকে বের করে দিলে প্রশাসন হল বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।