ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্ত‍ঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
রাবিতে আন্ত‍ঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা আয়োজিত ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হবে।

রাবি: বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা আয়োজিত ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হবে।

সোমবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক এসব তথ্য জানান।

লিখিত বক্তব্য পড়ে তিনি বলেন, ওই দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে দুপুর ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ৩২টি ক্লাব অংশ নেবে।

প্রতিযোগিতা শেষে আগামী ২৩ ডিসেম্বর দুপুর আড়াইটায় শহীদ সোহরাওয়ার্দী হলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্লাবকে সম্মানিত করা হবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।