ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কেআইবি’র নতুন সভাপতি সালেহ, মহাসচিব প্রিন্স

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
কেআইবি’র নতুন সভাপতি সালেহ, মহাসচিব প্রিন্স

কৃষিবিদদের পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ ও মহাসচিব পদে কৃষিবিদ মো.খায়রুল আলম (প্রিন্স) নির্বাচিত হয়েছেন।

ঢাকা: কৃষিবিদদের পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ ও মহাসচিব পদে কৃষিবিদ মো.খায়রুল আলম (প্রিন্স) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কেআইবি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. নজরুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন কমিশন দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।


 
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সহ-সভাপতি চৈতন্য কুমার দাস, ডা. মো. মাহবুব আলম (ফারুক), ডা. বাসন্তী রাণী সাহা, যুগ্ম মহাসচিব পদে মুকসুদ আলম খান (মুকুট), প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, মোছা. নাসিমা সুলতানা (পপি), সাংগঠনিক সম্পাদক পদে মো. আরিফুর রহমান তরফদার, দফতর সম্পাদক পদে এম. এম. মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে বিলকিস বেগম, কোষাধ্যক্ষ পদে এম আমিনুল ইসলাম সদস্য হিসেবে এ.কে.এম. সাইদুল হক চৌধুরী, সমীর চন্দ, প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, মো. মহসীন মিয়া, মোহাম্মদ আতাউর রহমান, ড. ভাগ্য রাণী বণিকসহ বিভিন্ন পদে মোট ৩৫ জন নির্বাচিত হয়েছেন।

তবে এই নির্বাচনে বিএনপি সমর্থিত কৃষিবিদ পেশাজীবী সংগঠন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর কোনো প্রার্থী অংশ নেয়নি।
 
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ সাংবাদিকদের বলেন,“অ্যাব এর সদস্যরা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এবারের নির্বাচনে অংশ নেয়নি। তবে বর্তমান কমিটি কৃষিবিদদের উন্নয়নে ও দেশের কৃষি ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।