ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষামেলা শুরু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষামেলা শুরু খুলনা’র নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষা মেলার উদ্বোধন/ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা’র স্প্রিং সেমিস্টার ২০১৭-এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

খুলনা: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা’র স্প্রিং সেমিস্টার ২০১৭-এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া এ শিক্ষামেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সরকারি ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষামেলা চলবে।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফকির আবু হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. নওশের আলী মোড়ল, লিবারেল আটর্স অ্যান্ড হিউম্যান সায়েন্স এর ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পরিচালক (অর্থ সংক্রান্ত) নাহিদ নেওয়াজী, পরিচালক (ছাত্র কল্যাণ) সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন ও পরিচালক (রেজিস্ট্রেশন) পবিত্র কুমার সরকার, আইন বিভাগের প্রভাষক আরজ আলী, ইংরেজি বিভাগের প্রভাষক লুৎফুন্নাহার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।