ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, এক সময়ের তুখোড় ও মেধাবী ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, এক সময়ের তুখোড় ও মেধাবী ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় উপাচার্য বলেন, মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে জাতি একজন মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিকে হারালো। একজন সাবেক ছাত্রনেতা, কবি ও গল্পকার হিসেবে তিনি সমাদৃত ছিলেন। উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও মরহুমের পরিবার সদস্যদের প্রতি সমদেনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।