ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শহীদ নূতন চন্দ্র সিংহ স্বর্ণপদক পেলেন ইউজিসি চেয়ারম্যান

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
শহীদ নূতন চন্দ্র সিংহ স্বর্ণপদক পেলেন ইউজিসি চেয়ারম্যান

শিক্ষায় বিশেষ অবদান রাখায় শহীদ নূতন চন্দ্র সিংহ-২০১৬ স্বর্ণপদক পেয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

ঢাকা: শিক্ষায় বিশেষ অবদান রাখায় শহীদ নূতন চন্দ্র সিংহ-২০১৬ স্বর্ণপদক পেয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি চেয়ারম্যানের পদকপ্রাপ্তির কথা জানানো হয়।

বন্দর নগরী চট্টগ্রামের রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী বিদ্যা মন্দিরে পহেলা ডিসেম্বর শহীদ নূতন চন্দ্র সিংহের ছোট ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ তার হাতে পদকটি তুলে দেন।

নূতন চন্দ্র স্মৃতি পরিষদ তাকে এই পদকে ভূষিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব নূতন চন্দ্র স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

পারিবারিক মন্দিরে প্রার্থনারত অবস্থায় ১৯৭১ সালে অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ পাকিস্তানি সেনাবাহিনীর দোসরদের হাতে প্রাণ হারান। দেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।