ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে মহাস্থানের প্রত্নতত্ত্ব নিয়ে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ইউল্যাবে মহাস্থানের প্রত্নতত্ত্ব নিয়ে সেমিনার

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘মহাস্থানের প্রত্নতত্ত্ব ও ইতিহাসের নতুন অর্ন্তদৃষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত...

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘মহাস্থানের প্রত্নতত্ত্ব ও ইতিহাসের নতুন অর্ন্তদৃষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউল্যাব অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট অধ্যাপক ব্রায়ান সোস্মিথের শুভেচ্ছা বক্তব্য দিয়ে সেমিনার শুরু হয়।

মহাস্থান এ ফরাসি-বাংলাদেশ যৌথ প্রত্নতাত্ত্বিক খননকার্য প্রকল্পের সাবেক পরিচালক ড. জোঁ ফ্রাঁসোয়া সালস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট উপস্থিত ছিলেন।

সেমিনারে ইউল্যাব প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনে জাহান সমাপনী বক্তব্য রাখেন। এছাড়া ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।