ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ভর্তি পরীক্ষা শনিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষা শনিবার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট ও দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ভর্তি কমিটির সভাপতি কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ, সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন, অধ্যাপক কবির হোসেন, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ।

ড. বেলায়েত জানান, এবারের ‘এ’ ইউনিটে প্রায় সাড়ে ১৮ হাজার ও ‘বি’ ইউনিটে ৩৫ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেবে। বিশ্ববিদ্যালয়সহ সিলেটের ৪২টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এছাড়া পরীক্ষার্থীদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রক্টরিয়াল বডি।

ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য শাবিপ্রবির ওয়েবসাইট থেকে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬

এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।