ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে সংবিধান বিষয়ক প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বশেমুরবিপ্রবিতে সংবিধান বিষয়ক প্রতিযোগিতা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘হৃদয়ের বাংলাদেশ ও সংবিধান’ বিষয়ক প্রেজেন্টেশন কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘হৃদয়ের বাংলাদেশ ও সংবিধান’ বিষয়ক প্রেজেন্টেশন কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

‍বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এ কনটেস্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন প্রধান অতিথি এবং সদ্য অবসরপ্রাপ্ত গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খন্দকার কামালউজ্জামান ও যুগ্ম জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামাণিক বিশেষ অতিথি ছিলেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মানছুরা খানম ও বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার তসলিম আহম্মেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষকার্থীরা বাংলাদেশের সংবিধানের আলোকে পোস্টার প্রেজেন্টেশন কনটেস্টে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।